নাটোরের সিংড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) এক নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে এ অর্থ উদ্ধার করা হয়।
জানা গেছে, গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম প্রাইভেট কারে করে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। ওই সময় সেনাবাহিনী ও থানা-পুলিশ যৌথভাবে মহাসড়কে যানবাহন তল্লাশি চালাচ্ছিল। রাত ২টার দিকে ছাবিউল ইসলামের গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে পেছনের ডালায় বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাবিউল ইসলাম জানান, গাড়িতে ৩০ লাখ টাকা রয়েছে, যা তাঁর জমি বিক্রির অর্থ। তবে গণনার পর সেখানে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা পাওয়া যায়। কেন এত টাকা ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে রাতে গাড়িতে করে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
পরিস্থিতি বিবেচনায় পুলিশ তাঁকে ও গাড়িচালককে থানায় নিয়ে যায় এবং টাকা ও প্রাইভেট কার জব্দ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, অর্থের প্রকৃত উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।