অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মো. মজিবুর রহমান এবং তার স্ত্রী তাসরিন মুজিবের নামে থাকা মোট ৩৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
জব্দ হওয়া ব্যাংক হিসাবে মোট অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা। পাশাপাশি, রাজধানী ঢাকায় থাকা দুটি ফ্ল্যাট, একটি প্লট এবং প্রায় ৭০ শতক জমিও জব্দের আওতায় আনা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানিয়েছেন, মজিবুর রহমানের নামে ২৪টি ও তার স্ত্রীর নামে ১০টি ব্যাংক হিসাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। সেই আবেদনে আদালত সাড়া দিয়েছেন।
দুদকের আবেদনে বলা হয়, মজিবুর রহমান সরকারি গুরুত্বপূর্ণ পদে থেকে তার ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার উৎস তার বৈধ আয় থেকে সমর্থনযোগ্য নয়। এসব সম্পদ নিজের ও পরিবারের সদস্যদের নামে রেখে তিনি মানিলন্ডারিংসহ নানা অনিয়মে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
জব্দ হওয়া সম্পদগুলোর মধ্যে রয়েছে মিরপুরের মাটিকাটায় মজিবুর রহমানের নামে থাকা ৪ হাজার ৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, রূপগঞ্জের একটি প্লট এবং খিলক্ষেত, মিরপুর, সাভার ও ক্যান্টনমেন্ট এলাকার জমিসহ আরও একাধিক দলিলভুক্ত সম্পত্তি। তার স্ত্রীর নামে সাহারা ও বাউনিয়া এলাকায় রয়েছে একাধিক জমি ও ফ্ল্যাট।
দুদকের উপপরিচালক মো. সিরাজুল হকের আবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তরা এসব সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। তাই বিচারিক প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় তাৎক্ষণিকভাবে এসব সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন ছিল।