দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন সকালেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষাপটে পরীক্ষার্থীদের যাতায়াতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ মে) সময় সংবাদকে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল জানান, কাতারের আমিরের পাঠানো একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছাবেন। যেহেতু একই সময় পরীক্ষার্থীরা কেন্দ্রে যাবে, তাই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের ফুটপাতেই অবস্থান নিতে বলা হয়েছে—সড়কে কোনোভাবেই যেন জনসমাগম না হয়।
এ ছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর দিকেও নজর দিতে বলেছেন তিনি, যাতে কেউ রাস্তায় নেমে পরীক্ষার্থীদের চলাচলে সমস্যা তৈরি করতে না পারে।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং সেখানে ১৭ দিন চিকিৎসা নিয়ে পরবর্তীতে ছেলের বাসায় ওঠেন।