জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ে (জাবি) সাভার ক্যান্টনমন্টে পাবলকি স্কুল ও কলজে থেকে এসএসসি এবং এইচএসসি পাশকৃত সাবেক শিক্ষার্থীদের নিয়ে দুই সদস্যবিশিষ্ট এসসিপিএসসি (SCPSC) জাবিয়ান এডহক কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী ইফরাত আমিন অক্ষরকে এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের পারভজে শিকদারকে মনোনীত করা হয়েছে।
রবিবার ( ২১ এপ্রিল) সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মনিরুজ্জামান খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এসসিপিএসসি (SCPSC) জাবিয়ান কমিটির মনোনীত সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের যৌথ বিবৃতিতে বলেন, এটি একটি ছাত্রকল্যাণ মূলক সংগঠন। আমাদের প্রধান কাজ এসসিপিএসসি (SCPSC) থেকে পাশকৃত বর্তমান এবং সাবেক জাবিয়ানদের মাঝে মিলবন্ধন ও সামাজিক যোগাযোগের মাধ্যম তৈরি করে শিক্ষার্থীদের মাঝে আত্মা উন্নয়নমূলক কাজ করার স্পৃহা সৃষ্টি করা।
উল্লেখ্য, পরর্বতীতে এই কমিটি গঠনের পরবর্তী ছয় মাসের মধ্যে একটি র্পূণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়