আগামী বছর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। আসরটির ফাইনাল ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।
এর আগে ২০১৭ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৯ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপেরও আয়োজক ছিল ইংল্যান্ড। আসরগুলোর ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। কাকতালীয়ভাবে দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিকরা।
লর্ডস ছাড়াও ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আরও ৬টি ভেন্যুতে। এর মধ্যে আছে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বল, দ্য ওভাল এবং ব্রিস্টল গ্রাউন্ড।
ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড ভেন্যুর বিষয়ে বলেন, ‘আমরা ২০২৬ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অত্যন্ত উচ্ছ্বসিত এবং এই টুর্নামেন্ট আয়োজনের জন্য সাতটি আইকনিক ভেন্যু নিশ্চিত করতে পেরে আনন্দিত।’
ফাইনালের জন্য লর্ডসকে বাছাই করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই এটা বিশেষভাবে উল্লেখযোগ্য যে ফাইনাল লর্ডসে অনুষ্ঠিত হবে। এটি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু এবং প্রত্যেক ক্রিকেটার বিশ্বকাপের মতো বড় আসরের ফাইনাল লর্ডসে খেলার স্বপ্ন দেখে।’
আগামী বছরের ১২ জুন থেকে ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এ আসরে মোট অংশ নেবে ১২ দল। আয়োজকসহ মোট ৮ দল ইতোমধ্যে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। বাকি ৪ দল বাছাইপর্বের মাধ্যমে টিকিট হাতে পাবে। বাংলাদেশকেও খেলতে হবে বাছাইপর্ব।