জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগান বর্তমানে নিয়মিত কাজ করছেন ওটিটির প্ল্যাটফর্মে। এবং এই মাধ্যমে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন তিনি। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটে বলিউড অভিনেতা অজয় দেবগানের।
তার অভিনীত ক্রাইম-থ্রিলার ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছিলো। এতে অজয়ের পারফরম্যান্স ও অভিনয় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বলিউড তারকাদের তালিকায় চলে আসে।
‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এর ছয়টি এপিসোডের জন্য অজয় দেবগান নিয়েছেন ১২৫ কোটি রুপি পারিশ্রমিক। সিরিজ়টির প্রতি পর্বে অভিনয় করে প্রায় ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন এই অভিনেতা।