ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার (২১ মার্চ) স্বামী ও অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বর্ষা জানান, হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করার পর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করবেন না।
বর্ষা বলেন, “নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পর্দায় ভালো লাগে, তাই আমারও মনে হয় ততদিনই কাজ করা উচিত। এছাড়া, আমার বড় ছেলে এখন ১০ বছরের, ছোট ছেলে ৭-এর। কয়েক বছর পর তারা বড় হবে, তখন তাদের জন্য একজন অভিনেত্রী মা কেমন হবে— এটা ভেবেই আমি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এ সময় অনন্ত জলিল বর্ষার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, “বর্ষার বয়স এখনো আমাদের দেশের অনেক নায়িকার চেয়ে কম, কিন্তু তারপরও সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে।”
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বর্ষার। এরপর অনন্ত জলিলের সঙ্গে জুটি বেঁধে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে দুই সন্তান আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলকে নিয়ে তাদের পরিবার।