চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন নেসার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন।
গত ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম শুনানি শেষে এ অভিযোগপত্র গ্রহণ করেন এবং মামলাটি বিচারের জন্য নির্ধারণ করা হয়।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন লাভলু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, “তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। এটি এখন বিভাগীয় বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে, এবং সেখানেই বিচারকাজ চলবে।”
তাজুল ইসলাম চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং বায়েজিদ থানা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন। ২০২২ সালের ৫ মার্চ দুদক তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। তিন বছরের তদন্ত শেষে চলতি মাসে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।
দুদকের তদন্তে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী খাইরুন নেসার কোনও বৈধ আয়ের উৎস নেই। তাজুল ইসলাম তার স্ত্রীর নামে অবৈধ সম্পদকে বৈধ করার জন্য পোলট্রি খামারি হিসেবে সাজান। তদন্তে জানা যায়, তাজুল ইসলাম ও তার স্ত্রী ২০০২ সালে রৌফাবাদ এলাকায় তিন শতক জমি কিনে সেখানে পাঁচতলা বাড়ি নির্মাণ করেন। তাদের অভিযোগে বলা হয়েছে, তারা বাড়িটির অর্ধেক নির্মাণ খরচ দেখিয়েছিলেন ২৫ লাখ ৬১ হাজার টাকা, কিন্তু তদন্তে খুঁজে পাওয়া যায় ৩৮ লাখ ৬৮ হাজার টাকা। এছাড়া স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকাসহ আরও ২১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। মোট ৫৯ লাখ ৮৯ হাজার টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে।