Home » news » ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে এগিয়েছে রাবিপ্রবি
স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ১৭০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১১২তম।
রোববার ( ২২সেপ্টেম্বর ) বিকেলে বিশ্বের বিভিন্ন দেশের ৩১ হাজার ৫টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র্যাংকিং-২০২৪ সালের ২য় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারও দেশ সেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।আন্তর্জাতিক র্যাংকিংয়ে যার অবস্থান ১ হাজার ১৪৪। এর আগে ২০২৩ সালের জুলাই এডিশনে রাবিপ্রবির অবস্থান ছিল ১২০তম।
ওয়েবমেট্রিক্স র্যাংকিংয়ে মূলত গবেষণা কার্যক্রমকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওয়েবমেট্রিক্স র্যাংকিং একটি বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাংকিং সিস্টেম, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়। এটি কয়েকটি মূল মানদণ্ডের মাধ্যমে মূল্যায়ন করা হয়। প্রেজেন্স মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্যের পরিমাণকে বিবেচনা করা হয়। ইম্প্যাক্ট মানদণ্ডে বাইরের উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্ক পাওয়ার হারকে গুরুত্ব দেওয়া হয়। ওপেননেস দেখে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত গবেষণা ও একাডেমিক কার্যক্রমের উন্মুক্ততা কেমন, আর এক্সেলেন্স মানদণ্ডে শীর্ষ গবেষণা কাজের পরিমাণ ও গুণমানের মূল্যায়ন করা হয়।
উল্লেখ্য ওয়েবমেট্রিক্স র্যাংকিং প্রতি বছর দুইবার, দুইটি এডিশনে প্রকাশিত হয়।