সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২১ জানুয়ারি) ফোরামের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান ড. ইউনূস। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সফরের বিস্তারিত তুলে ধরেন উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।
চার দিনের সফরে সোমবার (২০ জানুয়ারি) তিনি দাভোসের উদ্দেশে যাত্রা করেন। সফরকালে ড. ইউনূস বিভিন্ন বিশ্বনেতা ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। তার কর্মসূচিতে রয়েছে বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক।
এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড, কয়েকটি সংস্থার প্রধান, বিভিন্ন কোম্পানির সিইও ও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে তাঁর।
এছাড়া ড. ইউনূস আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেবেন এবং সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। ২০-২৪ জানুয়ারি চলমান এই সম্মেলনের শেষে তিনি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে তার এ বৈঠক আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা।
আরইউএস