নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল-নসিমুনের মুখোমুখি সংঘর্ষে ১ জন মোটরসাইকেল আরোহী নিহত এবং ২ জন আহত হয়েছে ।
বুধবার (৩ জুলাই) বিকেল ৫ টার দিকে উপজেলার নওহাটার চাংকুড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল (৩০) নওগাঁ সদর উপজেলার মধ্য-দূর্গাপুর গ্রামের শহিদুলের ছেলে। সে নওগাঁ দয়ালের মোড়ে হোটেল ব্যবসায়ী বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, শিমুলসহ আরো দুই জন মোটরসাইকেল যোগে নওগাঁ থেকে কড়াই কেনার উদ্দেশ্যে নওহাটা মোড়ে যাচ্ছিলেন। পথেমধ্যে নওহাটার চাংকুড়ি মোড়ে পৌছালে নওহাটা থেকে ছেড়ে আসা নসিমন গতিকমাতে না পেরে মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। এতে শিমুল ঘটনাস্থলে নিহত হয় এবং আরো দুই জন মোটরসাইকেল আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়ে দেয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরিফুল ইসলাম রনক
নওগাঁ প্রতিনিধি