দেশে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ডেভিল হান্ট অপারেশনের ঘোষণা দেয় অন্তবর্তীকালীন সরকার। কবে নাগাদ এটি শেষ হবে তার একটি বার্তাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরি। গণমাধ্যমকে তিনি জানান, অপারেশন “ডেভিল হান্ট” তখন পর্যন্ত চলবে যতোদিন না এটি সম্পূর্ণ শেষ হয়।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে বাকিদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, যারা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে অপারেশন চলবে। এই অভিযান দেশের শত্রুদের বিরুদ্ধে একটি টার্গেটেড অভিযানে পরিণত হবে। যাতে দেশের শান্তি ও নিরাপত্তা বজায় থাকে।
এর আগে হত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মূলত তার জন্যেই অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করে সরকার।