ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির পুরো পৃথিবীজুড়ে রয়েছে তার পুত্র পুণ্য। তবে এখন পুত্রের পর তার ঘর আলোকিত করেছে তার কন্যা সন্তান। সম্প্রতি ফুটফুটে এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন নায়িকা। দুজনকে নিয়েই পরীর দিন কাটছে ভীষণ ব্যস্ততায়।
জানা গেছে, আগামীকাল রোববার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই। দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামীকাল।
বিষয়টি নিয়ে তিনি বলেন, “এক অন্যরকম অনুভূতি। আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।”