২০০৭ সালে স্ট্যান্ড-আপ কমেডি রিয়েলিটি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩ এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। তার সঞ্চালিত অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’। সঞ্চালনা ছাড়াও অভিনয় করেছেন বড় পর্দায়ও।
বর্তমানে কপিল শর্মার সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি রুপি। মুম্বাইয়ে তার যেমন বিলাসবহুল বাড়ি রয়েছে, তেমনি নিজের হোমটাউনেও বিলাসবহুল খামারবাড়ি (ফার্মহাউজ) তৈরি করেছেন কপিল। কিন্তু এই বাড়ির মূল্য কত?
নিজের জন্মস্থান পাঞ্জাবের চণ্ডিগড়ের উপকণ্ঠে অবস্থিত শহরের কোলাহল মুক্ত কপিলের সবুজে ঘেরা বাড়িটির মূল্য ২৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি ৯৯ লাখ টাকার বেশি।
সম্প্রতি বিবাদ মিটিয়ে নতুন শো-য়ে একসঙ্গে ফিরেছেন সুনীল-কপিল। তুন শো-য়ের নাম ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এটি দেখা যাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও।