সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৫’ প্রকাশিত হয়েছে।
এতে ঢাবি, রাবিসহ অন্য সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে কম্পিউটার সায়েন্সে দেশজুড়ে প্রথম স্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া এই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০ এর মধ্যে স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।
মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত এই র্যাঙ্কিংয়ের ৮টিতে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ৬টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভিন্ন দুটি ক্যাটাগরিতে একই সঙ্গে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে।এছাড়া একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৬০১-৮০০ এর মধ্যে স্থান পেয়েছে। পাশাপাশি দেশের আরও ৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এতে তালিকাভুক্তির কৃতিত্ব অর্জন করেছে।
এবারের সাবজেক্ট র্যাঙ্কিংয়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্য পাঁচটি বিশ্ববিদ্যালয় হলো- বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিষয়ে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, এডুকেশন স্টাডিজ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিষয়ে বুয়েট, লাইফ সায়েন্স বিষয়ে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফিজিক্যাল সায়েন্সে বুয়েট এবং সোশ্যাল সায়েন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়