ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭ আসরের মধ্যে তিনবার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলকে তিনবার শিরোপা উপহার দিতে অগ্রণী ভূমিকা পালন করেন গৌতম গম্ভীর।
ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে অংশ নিয়ে সংসদ সদস্য হয়ে যান গৌতম গম্ভীর। আইপিএলের সদ্য শেষ হওয়া ১৭তম আসরে শুরুতে গম্ভীরকে কেকেআরের মেন্টরের দায়িত্ব দেন শাহরুখ খান। গম্ভীরকে দলে এনে শাহরুখ বলেছিলেন, ‘গম্ভীরের অভাব বোধ করছিলাম আমরা। অধিনায়ক থেকে মেন্টর হল ও। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে গম্ভীরের জুটি দেখার জন্য আমি মুখিয়ে আছি। ওরা হারতে জানে না। কেকেআরের জন্য ওরা ম্যাজিক তৈরি করবে।’
গতকাল রোববার চেন্নাইয়ের মাঠে ফাইনাল ম্যাচে সানরাইজার্সকে ১১৩ রানে অলআউট করে ৫৭ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয়ে শিরোপা নিশ্চিত করে কেকেআর। কলকাতার এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান এবং সবচেয়ে ভাগ্যবান গৌতম গম্ভীর।