কাউয়া কাউয়া স্লোগানে হামলা ওবায়দুল কাদেরর বাড়িতে
“আল্লাহ হু আকবর নারায়ে তাকবির , কাউয়া কাউয়া’ স্লোগানে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বাড়িতে হামলা চালিয়েছে নোয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) দুপুর ১ টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুর হাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে আক্রমণ করেন বৈষম্যবিরোধী ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা।
আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা সামাজিক মাধ্যমে বাড়িটি ভেঙ্গে ফেলার ঘোষণা দেন। যেখানে তারা লেখেন, নোয়াখালীর বিপ্লবীরা বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদের বাড়ি! আজ বেলা ১১টা।
এরপরই বিচ্ছিন্ন ভাবে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই ওবায়দুল কাদের বাড়ির দিকে এগিয়ে যায়। দেখা যায় আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে, কেউ বাড়ির ভেতরে এবং সামনে অবস্থান করছেন। বিভিন্ন স্লোগান দিয়ে বাড়িটির আসবাবপত্র , ছাদের রেলিং ও একটি পোড়া গাড়িতে আগুণ ধরিয়ে দেয় তারা।
তবে স্থানীয়রা জানিয়েছেন, বাড়িটিতে ওবায়দুল কাদের কোন ঘর নেই । যেটি আছে সেটি তার ছোট ভাই মির্জা কাদেরের। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ছাত্রশিবিরে অঙ্গীকার ।