স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের কার্যক্রম এবং বড় জমায়েত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপসচিব ইসরাত জাহানের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় মাওলানা জোবায়েরের অনুসারীদের কোনো ধরনের বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দ্বিতীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের কাকরাইল মসজিদে রাতযাপনসহ তাবলীগ জামায়াতের কোনো কার্যক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উভয় বিজ্ঞপ্তিতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আরএস//বিএন