আন্তর্জাতিক ডেস্ক: কাতারের সঙ্গে এক বিশাল বাণিজ্যিক চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৪ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির কাছ থেকে কাতার এয়ারওয়েজ ১৬০টি জেট বিমান কেনার চুক্তি করেছে, যার আনুমানিক মূল্য ২০০ বিলিয়ন ডলার।
এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। চুক্তির ঘোষণাকালে ট্রাম্প একে “রেকর্ড পরিমাণ চুক্তি” বলে উল্লেখ করেন এবং বোয়িং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি ওর্টবার্গকে শুভেচ্ছা জানান।
এর আগে, সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছালে তাকে জমকালো সংবর্ধনা দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। দেশটির রাজধানীর লুসাইল প্রাসাদে আয়োজিত এই সংবর্ধনার পর কাতারের আমিরের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
তেল ও গ্যাসে সমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্র কাতারে ট্রাম্পের এই সফরকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে এই দু দেশের মাঝে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক বজায় থাকায় সাম্প্রতিক সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি উভয় দেশের সৌহার্দ্য ও সহযোগিতামূলক মিথস্ক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নিবে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।