কানাডায় আগাম নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাঁর ঘোষণা মোতাবেক, আগামী ২৮ এপ্রিল দেশব্যাপী আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কানাডায়।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় রোববার (২৩ মা্র্চ) পার্লামেন্ট ভেঙে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন কার্নি।
গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাতের পর অটোয়ায় এক সংবাদ সম্মেলনে কার্নি জানান:
❝যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বাণিজ্যনীতি কানাডার সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী ও কার্যকর নেতৃত্বের প্রয়োজন, যা জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয়। কানাডার অর্থনীতিকে নতুনভাবে গড়ে তোলা জরুরি। এর মধ্য দিয়েই দেশের জনগণের সহযোগিতায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি।❞
আগামী ২০ অক্টোবরের মধ্যে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল উত্তর আমেরিকার দেশ কানাডায়। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার প্রসঙ্গ নিয়ে সৃষ্ট বিতর্ক দেশটিতে অস্থিরতা তৈরি করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে অনেক কানাডিয়ান ইতিমধ্যে ক্ষমতাসীন লিবারেল সরকারের কঠোর অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করায় কার্নি আগাম নির্বাচন ঘোষণার প্রেরণা পেয়েছেন বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আরইউএস