বিশেষ প্রতিনিধি: দেশের বিভিন্ন কারাগারে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন প্রায় ৭০ হাজার বন্দী। ঈদের আনন্দ বন্দিদের সঙ্গে ভাগাভাগি করে নিতে কারা কর্তৃপক্ষ নিয়েছে নানা উদ্যোগ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, কেরানীগঞ্জ কারাগারে দুস্থ বন্দিদের মধ্যে ৬০০টি লুঙ্গি ও ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। ঠিকাদারির মাধ্যমে ৮টি গরু ও ১০টি খাসি জবাই করে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফেরদৌস বলেন, ঈদের দিন সকালে নাশতায় থাকবে পায়েশ ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হবে পোলাও, রোস্ট, গরু বা খাসির মাংস, কোল্ড ড্রিংকস, মিষ্টি ও পান-সুপারি। রাতে থাকবে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ।
এ ছাড়া, দিনভর সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে বন্দিরাও অংশ নিচ্ছেন, যা তাঁদের মাঝে ঈদের আনন্দ কিছুটা হলেও পৌঁছে দিচ্ছে।