সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে সময় কাটাচ্ছেন বই পড়ে। তিনি আইন-সংক্রান্ত পাঁচটি বই চান, যার মধ্যে রয়েছে ফৌজদারি ও দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইন এবং তাঁর ওপর লেখা একটি বই। আজ সোমবার ঢাকা সিএমএম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীদের এসব বই দেওয়ার অনুরোধ জানান তিনি।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জানান, বন্দীরা সরকার ঘোষিত নিষিদ্ধ বই ছাড়া অন্যান্য বই সংগ্রহ করতে পারেন, তবে কারা কর্তৃপক্ষ সেগুলো আগে যাচাই করে। পলক প্রায় ৯ মাস ধরে ওই কারাগারে বন্দী এবং তিনি প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা পাচ্ছেন।
কারাগারে তাঁর মতো আরও ২৫ জন ভিআইপি বন্দী রয়েছেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান, রাশেদ খান মেনন ও ইনু। তারা সবাই বিশেষ সুবিধাসম্পন্ন কক্ষে থাকেন, যেখানে রয়েছে খাট, টেবিল-চেয়ার, টিভি ও জাতীয় পত্রিকা।
আজ আদালতে উপস্থিত ছিলেন আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহে আলম মুরাদসহ আরও অনেকে। পলক ও মুরাদ একান্তে কথা বলেন কিছুক্ষণ। এদিন আদালত সালমানসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেয় এবং মুরাদকে পাঁচ দিনের রিমান্ডে নিতে অনুমতি দেয়।
কারাগারে প্রতিদিন সূর্যোদয়ের পর সেল খোলা হয়, তখন বন্দীরা নিজেদের মতো সময় কাটান, পড়াশোনা করেন কিংবা অন্যদের সঙ্গে কথা বলেন। কারাগারের লাইব্রেরিতে রয়েছে দুই হাজারের বেশি বই, যা বন্দীরা পড়তে পারেন।