রাজবাড়ী জেলা কারাগারে আলেয়া বেগম (৬০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ৯ ফেব্রুয়ারি, রবিবার রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, তার পরিবার মরদেহ নিতে রাজি হয়নি।
আলেয়া বেগমের জন্মস্থান যশোর জেলা হলেও তিনি রাজবাড়ী দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা ছিলেন। জানা যায়, তিনি মাদক মামলায় ২৩ জানুয়ারি থেকে রাজবাড়ী জেলা কারাগারে হাজতি ছিলেন। রবিবার রাত সোয়া আটটার দিকে হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।
রাজবাড়ী জেল সুপার মো. এননামুল কবির জানান, “আলেয়া বেগমের পরিবার মরদেহ নিতে রাজি হয়নি এবং তাদের দাবি, মরদেহের প্রতি কোনো দায় নেই।” তবে, বর্তমানে একজন ব্যক্তি, যিনি আলেয়ার কথিত স্বামী হিসেবে পরিচিত, মরদেহ নিতে রাজি হয়েছেন। তিনি এবং স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সহায়তায় মরদেহ দাফন করার চেষ্টা চলছে।