গাজীপুরের কাশিমপুর কারাগারে গোলাগুলির ঘটনা ঘটায় কারাগারটির নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (০৬ আগস্ট) সকাল সাড়ে নয়টার পর থেকে কারাগারের কয়েকটি ফটকে সেনাসদস্যরা অবস্থান করছেন বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, সকাল ছয়টা থেকে কারাগারের ভেতরে তাঁরা ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পান। কারাবন্দিরা মুক্তির দাবিতে ভেতরে ‘বিদ্রোহ’ শুরু করায় কারা কর্তৃপক্ষ গুলি করে তাদের শান্ত করার চেষ্টা করেছে বলে ধারণা তাদের।
পরে বিষয়টি জানতে পেরে সকাল সাড়ে নয়টার দিকে হেলিকপ্টারে করে শতাধিক সেনাসদস্য কারাগারের ভেতরে অবতরণ করে কারাগারের সকল গেট নিয়ন্ত্রণে নেন। সকাল ১০টার পর কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকে। সেনাসদস্যরা তাদের বুঝিয়ে উত্তেজনা থামানোর চেষ্টা করেন। কারাগার এলাকায় কয়েকটি হেলিকপ্টার দিয়ে নজরদারি করছে এখনও সেনাবাহিনী।
বিডিএন৭১/রুশু