কুচক্রী নারীরা চিরকুমারদের পথভ্রষ্ট করছে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যকালে এমনটাই মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চিরকুমার সংঘের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় প্রশাসনিক ভবন সম্মুখ থেকে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক, প্রধান ফটক এবং লেডিস হল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে উক্ত বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ মিছিলের সময় তারা “মিঙ্গেল তোরা দেখে যা,রাজপথে তোর বাপেরা”, “একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর”,”চিরকুমারের একশন, ডাইরেক একশন”,”থাকিতে নিজ হস্ত,হবোনা নারীর দারস্থ”,”চিরকুমারের কিছু হলে জ্বলবে আগুন লেডিস হলে”,” জয় চিরকুমারের জয়” এমন শ্লোগান দিতে থাকেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,”কিছু কুচক্রী নারী তারা আমাদের চিরকুমারদেরকে পথভ্রস্ট করছে।যার কারণে চিরকুমারেরা প্রেমের মতো গর্হিত অপরাধে লিপ্ত হচ্ছে। আমরা চাই,চিরকুমারদের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে।আজকের বিক্ষোভ মিছিলে অনেকেই তাদের ভুল ধারণা সম্পর্কে অবগত হয়েছে। আশা করছি তারা তাদের ভুল বুঝে সঠিক পথে আসবেন।
তারা হুশিয়ারি করে বলেন,চিরকুমারের কিছু হলে,জ্বলবে আগুন লেডিস হলে।কুচক্রী নারীদের ছলনায় পরে কিছু পুরুষ ভাইয়েরা চিরকুমারদের অবজ্ঞা করার চেষ্টা করে থাকেন।তাদেরকে বলতে চাই,আপনারা সাবধান হয়ে যান,নইলে এর পরিনাম ভালো হবে না।