কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল ক্লিনিক’এর উদ্যোগে প্রথম বারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) আইন বিভাগের আঙ্গিনায় আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু.আলী মুর্শেদ কাজেমের সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের বিভাগ হলো আইন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিংয়ে আইন বিভাগের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। আইনের শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার সুযোগ আছে। সেসব জায়গায় যেতে ল ক্লিনিক একটি ভালো ভূমিকা রাখতে পারে। তাই বিশ্ববিদ্যালয়ের ব্রান্ডিংয়ের লক্ষ্যে আইন বিভাগকে সকল ধরনের সহযোগিতা দিতে প্রশাসন প্রস্তুত আছে। মহান আল্লাহ তায়ালা আমাদের কবুল করুক।’
উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আজকের এই ইফতার মাহফিলে এসে আমার ভালো লেগেছে, কারণ আমিও এই বিভাগের অংশ। আইন বিভাগে সিনিয়র শিক্ষক নেই তাই আমরা কয়েকজন সিনিয়র শিক্ষকদের দ্রুত নিয়োগ দিবো। দুজন রিটায়ার্ড জাজকে আমরা পেয়েছি। উনারাও এখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছেন।’
আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম বলেন, ‘ল ক্লিনিক, আইন বিভাগ কর্তৃক আজকের ইফতার ও দোয়া মাহফিলের সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করায় বিভাগের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চমৎকার এ মিলনমেলায় বিভাগের সকল ছাত্র -শিক্ষকের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছে। ল ক্লিনিকের প্রথম কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। নতুন কমিটি বিভাগের সহশিক্ষা কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাক এ প্রত্যাশা করি।’