মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বিপ্লবী ঐক্যজোটের উদ্যোগে গায়েবানা জানাজায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন আইন বিভাগের শিক্ষার্থী মোঃ রেদোয়ান। এ সময় শতাধিক শিক্ষার্থী জানাজায় অংশগ্রহণ করেন এবং আছিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পাষণ্ড ধর্ষকের বিচার এবং পতিত স্বৈরশাসকের গণহত্যার বিচার দাবি করে শিক্ষার্থীরা।
গণিত বিভাগের শিক্ষার্থী মোঃ হান্নান রহিম বলেন, ‘আমরা এখান থেকে সমবেত কন্ঠে বলতে চাই, ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দিতে হবে। আর আমরা জেনেছি নারী ও শিশু নির্যাতন মামলার প্রায় ৩৩ হাজার মামলা ঝুলে আছে। এগুলো এখনো কেন ঝুলে আছে তা আমাদের বোধগম্য নয়। আমি প্রশাসনকে বলতে চাই অনতিবিলম্বের দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আরেকটা বিষয় বলতে চাই, প্রায় সাত মাস হয়ে যাচ্ছে এই সরকার দায়িত্ব নিয়েছে কিন্তু এখনো ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে পারেনি। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই কোন তালবাহানা না করে বিচার নিশ্চিত করুন।’
অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ‘আছিয়ার এই বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডে আমরা স্তব্ধ! সারা বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়েছে। আমরা অভিশাপ দেই, যারা আছিয়ার পৃথিবীকে জাহান্নাম বানিয়েছে। তাদের দুনিয়া ও আখিরাত যেন জাহান্নামে পরিণত হয়।’
উল্লেখ্য, ধর্ষণের শিকার হওয়া শিশু আছিয়া বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজধানীর সিএমএইচে মৃত্যুবরণ করেন।