কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৃহত্তর আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ ছাত্র পরিষদ’ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল শেষে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান নয়নের সঞ্চালনায় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান ও চলতি কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ এবং উত্তরবঙ্গ অঞ্চলের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।
ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, ‘ সংক্ষিপ্ত সময়ে খুব সুন্দর একটা আয়োজন হয়েছে। আমাদের পিঠা উৎসবটাও অনেক সুন্দর হয়েছিল, তোমরা সবাই আরো আগ্রহী হয়ে আসো এসোসিয়েশনে। তোমাদের সকল ধরনের সমর্থন দিতে আমরা রাজি আছি, যেকোন সমস্যায় তোমরা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবে। আজকের সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই।’
প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মোর্শেদ রায়হান বলেন, ‘আমি উত্তরবঙ্গের সকল প্রোগ্রামে আসার চেষ্টা করি। এই কমিটি অনেক ভালো কিছু আয়োজন করেছে সেজন্য তাদের ধন্যবাদ দিতে চাই। সব এলাকার মানুষ বলে উত্তরবঙ্গের আমরা সবাই অলস কিন্তু আমরা এই অলসতা থেকে বের হয়ে এসে এতো সুন্দর আয়োজন করছি। আমরা চাইলেই অনেককিছু ভালো কাজ করতে পারি। এবং আমরা এসবের চেষ্টা করবো এবং অলসতা দূর করবো আশাকরি।’
সভাপতি নাঈম আহমেদ বলেন, ‘ আমি এরকম একটা ইফতার মাহফিলের মাধ্যমে এসোসিয়েশনে পরিচিত হয়েছিলাম, তারপর থেকে এসোসিয়েশনের প্রতি ভালো লাগা শুরু হয়। আগামীতে যারা আসবে নেতৃত্বে তারা আরো ভালো কাজ করবে আশাকরি। আর আমাদের এসোসিয়েশনের প্রাণ হলো আমাদের শিক্ষকরা, তারা সব সময় আমাদের সহযোগিতা করে। আমরা সামনের ভর্তি পরীক্ষায় কাজ করবো সকলে পাশে থাকবেন আশাকরি। আর দেশের পরিস্থিতি এখন ভালো না আর আমাদের বাসা যেহেতু দূরে তাই আমরা এক এলাকার মানুষরা গ্রুপিং করে যাতে নিরাপদ ভাবে যাই। সকলকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য।’