জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহিদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই মিনার’ এর ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে কোটবাড়িতে শিক্ষার্থীদের আন্দোলনের স্থানকে স্মরণীয় করে রাখতে সেখানে ‘প্রতিরোধ মিনার’ স্থাপনের ঘোষণা দেন তিনি।

১১ জুলাই (শুক্রবার) দুপুর ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস -১১ জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেখানটায় ব্লকেড করেছিলেন, বিজয় করেছিলেন সেদিন, স্থানীয় সরকারের পক্ষ থেকে সেখানে ‘প্রতিরোধ মিনার’ স্থাপন করা হবে। যেন বাংলাদেশের মানুষ সবসময় এদিনটিকে স্মরণে রাখে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করা মানুষ আপনাদের সাহসিকতার সেইদিনটিকে মনে রাখতে পারে।’
এর আগে বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে স্থাপিত ‘জুলাই মিনার’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই সর্বপ্রথম পুলিশি হামলার শিকার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ঠিক এক বছর পর আজ (১১ জুলাই) ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবসকে স্মরণ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক আয়োজিত হয় ‘স্মৃতির মিনার’ শীর্ষক অনুষ্ঠান।