কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (স্নাতক প্রথম বর্ষের) ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নানামুখী সহায়তা প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শনিবার (১৯ এপ্রলি) ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) এবং বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে এই সেবা প্রদান করে তারা।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক নাঈম ভুঁইয়া বলেম, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গত কালকে থেকে শিক্ষার্থীদের আমরা বিভিন্নভানে সহায়তা করে যাচ্ছি। গতকালকে আমরা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হল, ক্যাম্পাসের পাশের মেস এবং শহরে মেস গুলাতে আবাসন ব্যবস্থা করেছিলাম। এছাড়াও আজকে সকাল থেকে শিক্ষার্থীদের পানি দিয়ে কেন্দ্র লোকেশন জানিয়ে সহায়তা করেছি। পাশাপাশি অভিভাবকদের জন্য রেস্টের ব্যবস্থা করেছি।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক পাবেল রানা বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ঘিরে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়” গত দুই দিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে আমাদের ৩ টি শৃঙ্খলা টিম গত দুইদিন ধরে কাজ করছে। শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমাদের একটি ‘হেল্প ডেস্ক’ রাত থেকে আজ পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কাজ করেছে। অভিভাবকদের বসার ব্যবস্থা করেছে এবং পানি ও হালকা খাবারের ব্যবস্থা করেছে।’