কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪’।
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য-সচিব মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারীরিক শিক্ষা বিভাগ, কুবি এর ব্যবস্থাপনায় ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ আগামী নভেম্বর-২০২৪ এর প্রথম সপ্তাহ হতে শুরু হবে। এ প্রতিযোগিতায় আপনার বিভাগের ছাত্রদের অংশগ্রহণের জন্য বিভাগের নাম অর্ন্তভুক্তিকরণে আপনার সম্মতি প্রয়োজন। এতদপ্রেক্ষিতে আগামী ২৪ অক্টোবরের মধ্যে বিভাগের টিম ম্যানেজার (শিক্ষক) এর যোগাযোগ নম্বরসহ উক্ত বিষয়ে আপনার সম্মতিপত্র সরাসরি বা ই-মেইলে (physicaleducation@cou.ac.bd) প্রেরণের জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। উল্লিখিত তারিখের মধ্যে আপনার নিকট হতে কোন সম্মতিপত্র পাওয়া না গেলে ধরে নেয়া হবে যে, আপনার বিভাগ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।”
এবিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য-সচিব মনিরুল আলম বলেন, ‘শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আমরা আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করতে যাচ্ছি। নভেম্বরের প্রথম সপ্তাহে উপাচার্য স্যার টুর্নামেন্টের তারিখ নির্দিষ্ট করে দিবেন। কয়টি দল অংশগ্রহণ করবে, তা এখনো সঠিক বলা যাচ্ছে না। কোন কোন বিভাগ খেলতে ইচ্ছুক, তা জানার জন্য বিভাগগুলোতে চিঠি পাঠিয়েছি।’