কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ইফতার প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম।
সংগঠনের উপদেষ্টা হাসেনা বেগম বলেন, ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম আঞ্চলিক সংগঠন। এই সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছর ই পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল এর আয়োজন করে। এর মধ্য দিয়ে তারা তাদের একাত্মতা ও ভাতৃত্বের বন্ধন কে অনুভব করে। আজকের এই ইফতার মাহফিলে আমাকে যুক্ত করার জন্য আমি এসোসিয়েশন এর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংগঠনটির সভাপতি আজিজুল হক শাকিল বলেন, ‘জালালাবাদ এসোসিয়েশন সবসময় আঞ্চলিক সংগঠন হিসেবে ভালো কিছু করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজানে মাসে এই ইফতার মাহফিলের আয়োজন। প্রতিবছরের ন্যায় এবার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিলেটিদের ভালোবাসা ও শেকড়ের টানে এই অয়োজনে সবাই স্বত:স্ফুর্ত অংশগ্রহন করেছে। আমাদের জালালাবাদ পরিবারের উপদেষ্টামন্ডলী, বড় ভাইদের সহযোগিতা ও অনুপ্রেরণার ফলে এই সুন্দর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে ও এই ভালোবাসার বন্ধন অটুট থাকবে।’