কুবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় অবস্থিত বিএনসিসি অফিসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবি বিএনসিসি প্লাটুনের কমান্ডার ২/ লে. (বিএনসিসিও) অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, পিইউও অধ্যাপক ড. মোসাঃ শামসুন্নাহার, সিইউও মোঃ তালহা জুবায়েরসহ প্লাটুনের অন্যান্য সিনিয়র ও জুনিয়র ক্যাডেটরা।
কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্লাটুন কমান্ডারগণ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সকল বর্তমান এবং সাবেক ক্যাডেটদের শুভেচ্ছা জানান। এছাড়া তারা প্লাটুনের অর্জিত সাফল্যের কথা স্মরণ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে এবং প্লাটুনকে আরও এগিয়ে নিতে ক্যাডেটদের প্রতি আহ্বান জানান।
এ সময় সিইউও মোঃ তালহা জুবায়ের বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই কুবি বিএনসিসি প্লাটুন জাতীয় দিবস পালন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি ক্যাডেটরা স্বেচ্ছাসেবক হিসেবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে পারছে।’
উল্লেখ্য, ২০০৯ সালের ২৯ এপ্রিল বিএনসিসি সদর দপ্তর থেকে অনুমোদনপ্রাপ্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই কুবি বিএনসিসি প্লাটুন ময়নামতি রেজিমেন্টের অধীনে ০৯ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।