কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় ফলাফল আজ (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২ টায় প্রকাশিত হবে। ‘বি’ ইউনিটে পাসের হার শতকরা ৪৯.৭১ শতাংশ। এছাড়া, আগামীকাল দুপুর থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েস দিতে পারবেন।
রবিবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
‘বি’ ইউনিটে ৪৪০ টি আসনের বিপরীতে ২৩ হাজার ৭৯৩ টি আবেদন জমা পড়লেও ১৬ হাজার ৭৫৮ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করেন। এর মধ্যে শতকরা ৪৯.৭১ শতাংশ পরিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মানবিক থেকে অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের পাশের হার ৮৬.২৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা থেকে ৭২.৫০ শতাংশ এবং বিজ্ঞান থেকে ৭০.২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এবিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আজ রাত ১২ টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইলে রেজাল্ট দেখতে পারবেন। ‘বি’ ইউনিটে মোট পাশের হার ৪৯.৭১ শতাংশ।’
সাবজেক্ট চয়েসের বিষয়ে তিনি বলেন, ‘আগামীকাল (২৮ এপ্রিল) দুপুর ১২ টা থেকে আগামী ০৫ মে পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ প্রোফাইল থেকে পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারবেন।’
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল চার টা থেকে ৫ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২১ টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।