কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাইনুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মোকছেদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘রমজান মাস শরীরের ক্যাপাসিটি বৃদ্ধি করে। রোজা রেখে যখন আমরা পরিশ্রম করি তখন আমাদের শরীর বেশি পরিশ্রম করার যোগ্য হয়ে উঠে। আমি সবাইকে অনুরোধ করব সবাই রমজানের মহত্ত্বকে ধারণ করে নিজেকে যোগ্য করে তুলবেন।’
বিভাগের বিভাগীয় প্রধান বলেন অধ্যাপক ড. শেখ মোকছেদুর রহমান বলেন, ‘বিভাগের সকল শিক্ষার্থীদের নিয়ে একসাথে ইফতারের আয়োজন দেখে ভালো লাগছে। সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আমরা যেন পবিত্র মাহে রমাদানের দীক্ষা নিয়ে সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকি।’