কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথমবারের মতো একত্রে দুই কিংবদন্তির জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রথমবারের মতো আয়োজিত রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে রবীন্দ্রনাথ এবং নজরুলের লেখা কবিতা আবৃত্তি, সংগীত এবং ধ্রুপদী নৃত্য এই তিন সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মাহতাব সোহেল, কুমিল্লার স্বনামধন্য শিল্পী ও প্রশিক্ষক আলপনা দাস এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষক অভিজিৎ সরকারর। বিচারকদের বিচারে
তিনটি বিভাগ থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছেন কিফায়াত উল হক, দ্বিতীয় হয়েছেন আমেনা কবির শ্রেষ্ঠা এবং তৃতীয় হয়েছেন তানিয়া আক্তার। রবীন্দ্র ও নজরুল সংগীতে প্রথম হয়েছেন নিলয় দাশ, দ্বিতীয় হয়েছেন দিদারুল আলম এবং তৃতীয় হয়েছেন অর্পিতা চক্রবর্তী। ধ্রুপদী নৃত্যে প্রথম হয়েছেন রুমা রাণী দেব শর্মা, দ্বিতীয় হয়েছেন সায়মা কাদের এবং তৃতীয় হয়েছেন শ্রাবন্তী সিনহা।
এছাড়া এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল কেপি প্রোপার্টিজ লিমিটেড, মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি অনলাইন এবং প্রতিদিনের বাংলাদেশ। এছাড়া গিফট পার্টনার হিসেবে ছিল প্রগতি বইঘর।