কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যুবদলের সাংগঠনিক সভাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
গতকাল বিকেলে উপজেলা সদরে বিএনপি নেতা আবুল কালাম ও আনোয়ারুল আজিম গ্রুপের কর্মীদের মধ্যে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৯ আসনে বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি ভাগে বিভক্ত। একপক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম এবং অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। উভয় গ্রুপই আলাদাভাবে সংগঠন পরিচালনা করে আসছে।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু জানান, যুবদলের একটি দল কলেজ অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় অংশ নেয়। তবে বাইরের মাঠে বিএনপির দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়।
ডাকসুর সাবেক সদস্য রশিদ আহমেদ হোসাইনী বলেন, “আবুল কালাম গ্রুপ ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা সভার আয়োজন করেছিল। এতে আনোয়ারুল আজিম গ্রুপের কর্মীরা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে দলের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে বলেন, যুবদলের সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।