কুমিল্লার তিনটি ভিন্ন উপজেলায় একদিনে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাত থেকে সোমবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত সদর দক্ষিণ, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলায় এসব লাশ পাওয়া যায়।
নিহতদের মধ্যে একজন নারী, একজন ইনস্যুরেন্স কর্মী এবং আরেকজনের পরিচয় এখনও অজানা।
**সদর দক্ষিণ:**
সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি খাল থেকে এক পুরুষের ভাসমান লাশ উদ্ধার করা হয়। সদর দক্ষিণ থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, লাশটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
**লাকসাম:**
লাকসাম উপজেলার হোটেল ড্রিমল্যান্ড থেকে আলতাফ হোসেন (৩৭) নামে প্রগতি ইনস্যুরেন্সের এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কীভাবে তিনি হোটেলে এলেন এবং তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
**মনোহরগঞ্জ:**
মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামের সড়কের পাশে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারী মৃত আয়ুব আলীর স্ত্রী এবং তিনি বাড়িতে একাই থাকতেন। মনোহরগঞ্জ থানার এসআই ইমন হোসেন জানান, স্থানীয়রা রাত দেড়টার দিকে সড়কের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মৃত্যুর কারণ ও ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনটি ঘটনাতেই পুলিশ তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।