খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের একদফা দাবি এবং আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার (২৩ এপ্রিল) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতেই তারা এ কর্মসূচি ঘোষণা করেন।
সংহতির অংশ হিসেবে আজ দুপুর ২টায় হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর জিরো পয়েন্ট অবরোধের কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
খুবির শিক্ষার্থীরা জানিয়েছেন, “এটি শুধু কুয়েটের ঘটনা নয়—এটি সারাদেশের শিক্ষার্থীদের জন্য একটি অশনিসংকেত। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ ও ছাত্র রাজনীতির নামে সহিংসতার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।” তারা কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং দোষীদের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে গত ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে হামলার অভিযোগ ওঠে ছাত্রদল ও বহিরাগতদের বিরুদ্ধে। এরপর ক্যাম্পাসে ছয় দফা দাবিতে চলতে থাকে আন্দোলন। কিন্তু শিক্ষার্থীদের দাবি পূরণ না হয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের মতো পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যের পদে থাকা ব্যক্তি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আন্দোলনকারীদের দমন করছেন, যা সুশিক্ষার পরিপন্থী। কুয়েট শিক্ষার্থীদের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপাচার্য অপসারণ ও শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানাচ্ছেন।