কুয়েটে হামলা, চবিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চ একত্রে মিছিল করে। অন্যদিকে ছাত্রদলও শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও মিছিল করেছে।
সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের সদস্যরা জিরো পয়েন্টে বিক্ষোভ শুরু করেন। একই সময় চবি শাখা ছাত্রদলও জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে। ছাত্রদলের মিছিল জিরো পয়েন্টের বিক্ষোভ সমাবেশ অতিক্রম করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে উভয়পক্ষ মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে লক্ষ্য করে স্লোগান দেয়।
এসময় পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে। এতে প্রায় একশো শিক্ষার্থী আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে। অন্যদিকে ছাত্রদলের দাবি তাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। এ পরিস্থিতি দেশের বিভিন্ন ক্যাম্পাসে মুখোমুখি বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীরা।