টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) চার এর আওতায় গুনগত শিক্ষা অর্জনের লক্ষ্যে শুদ্ব বানান চর্চা বিষয়ক সেমিনার আয়োজন করে ভলিন্টিয়ার ফর বাংলাদেশ (ভিডিবি), কুষ্টিয়া জেলা। গতো সোমবার (১৯ ফেব্রুয়ারী) কুষ্টিয়ার চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ সেমিনার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিবিডি কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক ফারিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল হারুন, প্রকল্প কর্মকর্তা জনি সরকার রিয়াঁজ ও জন সংযোগ কর্মকর্তা তারিকুল ইসলাম। সেমিনারে ইভেন্ট লিডার হিসেবে ছিলেন ইসরাত আরা ঊষা ও প্রমিথ সরকার এবং কো-লিডার হিসেবে ছিলেন পার্থ দেবনাথ, রুহুল আমিন ও নোমান।
সেমিনারে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুইটি গ্রুপে ভাগ করা হয়। ষষ্ঠ থেকে অষ্টম এক অংশে এবং নবম থেকে দশম শ্রেণীকে অন্য একটা ভাগে ভাগ করা হয়। অতঃপর তাদের মাঝে বানান শুদ্ধকরণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রায় ৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুই গ্রুপের বিজয়ী প্রথম তিন জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে মূল্যবান শিক্ষাসামগ্রী দেয়া হয়। একই সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে মাতৃভাষা সম্পর্কে তাদের ধারনা জানতে চাওয়া হয় এবং মূল্যায়ন করা হয়।