আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুষ্টিয়ার চারটি আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে জেলা জামায়াতের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
ঘোষিত প্রার্থীরা হলেন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর): উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, জামায়াতের দৌলতপুর উপজেলা আমির।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর): মো. আব্দুল গফুর, জামায়াতের কুষ্টিয়া জেলা আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
কুষ্টিয়া-৩ (সদর): অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা): আফজাল হোসাইন, জামায়াতের কুমারখালী উপজেলা আমির ও কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
জেলা জামায়াতের আমির আবুল হাশেম জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার মাধ্যমে প্রচারণার কাজ আগেভাগেই শুরু করতে চায় দলটি। তবে প্রয়োজনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তিনি।
তিনি আরও বলেন, দেশে দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত ছিল, তবে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। বিগত সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো তুলনামূলক স্বচ্ছ ছিল, তাই এবারের নির্বাচন নিয়েও তারা আশাবাদী। এ কারণেই আগেভাগে মাঠ গোছানোর প্রস্তুতি নিচ্ছে জামায়াত।