রুশাইদ আহমেদ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক মো. আবু সাদিক কায়েম বলেছেন, কেউ নব্য ফ্যাসিবাদের পথে হেঁটে জুলাইকে বিলুপ্ত করতে চাইলে আমরা প্রতিটি শিক্ষার্থী একেকজন আবু সাঈদ হয়ে উঠব।
শহীদ গাজীদের রক্তের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চলমান থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাদিক কায়েম বলেন, “আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আবু সাঈদের রক্ত লেগে আছে। খুনি হাসিনার পেটোয়া বাহিনী তাকে ক্যাম্পাসের ভেতরে দু’হাত প্রসারিত অবস্থায় গুলি করে হত্যা করে। এই স্মৃতিগুলো আজও আমাদের অন্তরে বিদ্যমান।”
তিনি বলেন, “যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, তখন হতাশার মধ্যেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমাদের আশা ও সাহস জুগিয়েছে। আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা আজাদী পেয়েছি।”
সাদিক কায়েম আরও বলেন, “আবু সাঈদের রক্তের প্রতিশ্রুতি ছিল একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ সেই রক্তকে ভুলে গিয়ে গাদ্দারি করে শহীদ সাঈদকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করতে চাইছে। তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে।”
সাদিক কায়েমের পরিদর্শনকালে স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী, উৎসুক জনতা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।