অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও শ্রদ্ধা জানান।
এ ছাড়া তিন বাহিনীর প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনকারী উপদেষ্টাদের মধ্যে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার প্রমুখ।