বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা আজ। ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু এখন দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
ফলে শুক্রবার রাত পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা নাগাদ রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
তবে ঢাকার বাইরে দেশের চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পাশাপাশি, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশালে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, সারাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি না হলেও কোথাও কোথাও সামান্য বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই গরম অনুভবযোগ্য হবে।
এ দিকে, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঈদের দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৭.৩° সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৪.৫° সেলসিয়াস।
এ ছাড়া, গতকাল সিলেটে সর্বোচ্চ ৮৪ মিমি এবং ঢাকায় ৬ মিমি বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর পাশাপাশি, ঈদের পরদিনও (৮ জুন) সারা দেশে আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। কয়েকটি বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে অন্যত্র আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।