হাওয়াইয়ের সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান এবং কট্টর ট্রাম্প সমর্থক তুলসি গ্যাবার্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরবর্তী প্রধান হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তুলসি গ্যাবার্ড একজন সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওমেন ও সেনাসদস্য যিনি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে হাওয়াই রাজ্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় ইরাক যুদ্ধের অভিজ্ঞতা গ্যাবার্ডের বৈদেশিক নীতি ভাবনাকে প্রভাবিত করে এবং তাকে যুদ্ধ-বিরোধী এবং নিরপেক্ষতার প্রচারক হিসেবে গড়ে তোলে।
গ্যাবার্ড একাধিকবার ডেমোক্র্যাট দলের মূলধারার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং স্বাধীন অবস্থানের প্রতি জোর দিয়েছেন। ট্রাম্প তাকে গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ করার ফলে মার্কিন রাজনীতিতে একধরনের কৌশলগত পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর গ্যাবার্ড চলতি বছরের শুরুতে ট্রাম্পকে সমর্থন জানান। গ্যাবার্ড ইউক্রেনের জন্য মার্কিন সমর্থনের বিরোধিতা করেছিলেন। এই পদে নিয়োগ দেওয়ায় গ্যাবার্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি কাজ করার জন্য উন্মুখ ছিলেন।
জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে এভ্রিল হেইন্সের স্থলাভিষিক্ত হতে যাওয়া গ্যাবার্ড আমেরিকান সামোয়ার লেলোআলোয়ে ১৯৮১ সালের ১২ এপ্রিল জন্মগ্রহণ করেন। যখন তার বয়স দুই বছর তখন তার পরিবার হাওয়াইতে চলে আসে। কিশোর বয়সে তিনি স্বাস্থ্যকর হাওয়াই জোট প্রতিষ্ঠা করেন যা পরিবেশগত অলাভজনক সংস্থা। তিনি হাওয়াই প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ২০০৯ সালে ব্যবসায় প্রশাসনে বিএসবিএ সম্পন্ন করেছেন। তার বাবা মাইক গ্যাবার্ড, রিপাবলিকান পার্টি থেকে ডেমোক্র্যাটে চলে আসেন এবং হাওয়াই রাজ্যের সিনেটর নির্বাচিত হয়েছিলেন। তিনি সিনেমাটোগ্রাফার আব্রাহাম উইলিয়ামসকে বিয়ে করেছেন।
