সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোমল পানীয় কোকাকোলা বয়কট করেছে সাধারণ জনগণ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বয়কটের কথা বলেছেন তারা। এরইমধ্যে কোকাকোলা ইসরাইলের পণ্য নয়; এমনটি বলে সম্প্রতি একটি বিজ্ঞাপন তৈরি হয়েছে। যা দেখে শুরু হয়েছে নানা সমালোচনার ঝড়।
বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, একজন ক্লান্ত হয়ে দোকানে এসে দাঁড়ালে তাকে কোক দেব কিনা জিজ্ঞেস করছেন বিক্রেতা তখন তিনি বলছেন, এই জিনিস এখন আর খাচ্ছি না। কারণ এটিতো ওখানকার (ইসরাইল) তখন বিক্রেতো শুনতে চান একথা কে বলেছে? কোক বিক্রেতা তখন নানা রকম যুক্তি দিয়ে সবাইকে কোক কেনার জন্য প্রলুব্ধ করছে এমনটাই বিজ্ঞাপনের গল্প।
বিজ্ঞাপনটির এমন গল্প দেখে ক্ষেপেছে নেটিজেনরা। উত্তাল ঝড় বইছে নেট পাড়ায়। মন্তব্যের বন্যা বয়ে গেছে কমেন্ট বক্সে। এতে মডেল হওয়া শিল্পীদের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।