২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। এর আগে, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটা নিয়ে আলোচনা হয়। আগামী সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন। পরীক্ষায় পাসের হার ছিল ৪৫.৬২ শতাংশ। মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ১৯৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটায় অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। ফলাফল বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিক্যাল কলেজের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন এবং পরদিনও তারা একই দাবি জানান। পরবর্তীতে, পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বিষয়টি নিয়ে বৈঠক করে এবং বর্তমানে ভর্তির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
আরইউএস//বিএন