দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচির অংশ হিসেবে গনহত্যা ও গণগ্রেফতারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন এক পুলিশ কন্সটেবল। এতে আহত হয়েছে আরও ৩০ জন।
২ আগস্ট (শুক্রবার) গণমিছিলের সময় সংঘর্ষের ফলে সুমন ঘরামি নামে এক পুলিশ সদস্য আহত হন। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ছাড়াও, খুলনা পুলিশ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন অন্যান্য সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক।
মো. মোজাম্মেল হক বলেন, সন্ত্রাসীদের আঘাতে আমাদের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি ৩০ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের পর থেকেই দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সন্ধ্যার পর আবারও সোনাডাঙ্গা এলাকায় সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা।