‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সরব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুব) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও রাবার বুলেটে দুই গণমাধ্যম কর্মীসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল তিনটার দিকে চতুর্থদিনের মতো কোটা বাতিলের দাবিতে কুবি শিক্ষর্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের উদ্দেশ্যে বের হলে ক্যাম্পাস সংলগ্ন আনসার ক্যাম্পের সামনেই হামলা করে পুলিশ।
শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে কোটবাড়ি বিশ্বরোডে অভিমুখে যেতে চাইলে আনসার ক্যাম্পের সামনেই পুলিশি বাঁধা দেয়। পুলিশি বাঁধা অতিক্রম করতে চাইলে এক পর্যায়ে একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের দমাতে লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি ছুঁড়ে। এতে দুই সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
আহত সাংবাদিকরা হলেন ‘চ্যানেল আই’ এর কুবি প্রতিনিধি সৌরভ সিদ্দিকী ও ‘দৈনিক আমাদের সময়’ এর কুবি প্রতিনিধি অনন মজুমদার।
এছাড়া আরও আহত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আব্বাস উদ্দীন, আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী এমরান হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ মিয়া কাওছার, তৌহিদুল ইসলাম জিসান এবং ইমরান হোসেনসহ কমপক্ষে ২০ জন।
গণমাধ্যম কর্মীদের ওপর হামলা করার কারণ জানতে চাইলে পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের আমরা গুনি না, তাদের সাংবাদিক মনে করি না।”
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আমিও শিক্ষার্থীদের সঙ্গেই আছি। তবে তিনজনকে দেখেছি হাসপাতালে নিতে।’
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়